রমজান জিজ্ঞাসা – অষ্টম পর্ব
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত রোজাদার ভাই- বোনেরা। আশা করছি সুস্থতার সাথে ঈমান ও ইহতেসাবের সাথে পবিত্র রমজান মাস অতিবাহিত করছেন। আপনার সিয়াম সাধনাকে আরো সুন্দর ও পরিপূর্ণ করতে আমরা আপনার মনে জাগ্রত হওয়া রমজান নিয়ে নানা প্রশ্নের সমাধান নিয়ে আপনার নিকট হাজির হয়েছি। কুরআন হাদিসের দলিল সংবলিত“ রমজান জিজ্ঞাসা” নামক প্রশ্ন উত্তর নিয়ে। আসা করছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার সিয়াম সাধনাকে আরো সৌন্দর্য মন্ডিত করে তুলবে।
রমজান জিজ্ঞাসা – অষ্টম পর্ব
৭১. রোজা অবস্থায় কিছু পানাহার না করে রোজা ভাঙ্গার নিয়ত করলে রোজা ভেঙ্গে যাবে?
উত্তর: হ্যাঁ। রোজা অবস্থায় কিছু পানাহার না করে রোজা ভাঙ্গার নিয়ত করলে রোজা ভেঙ্গে যাবে। কারণ রোজার অন্যতম ফরজ হলো নিয়ত করা। তাই রোযা ভাঙ্গার নিয়ত করলেই রোজা ভেঙ্গে যাবে।(ফিকহুস সুন্নাহ)
৭২. যে সকল দেশে সূর্য ছয় মাস উদিত থাকে অথবা দিন অনেক বড় ও রাত ছোট সেই সকল দেশে রোযা রাখার পদ্ধতি কি?
উত্তর: এ বিষয়ে ফিকহবীদদের মাঝে মতভেদ রয়েছে। কেউ বলেন: সেসব দেশ মধ্যম মানের এমন কোন দেশের বা শহরের সময়কে অনুসরণ করে সময় নির্ণয় করে নিবে যেখানে শরীয়াহ আইন চালু আছে। যেমন: মক্কা বা মদিনা। আর অন্যরা বলেন: নিকটতম মানের দেশ অনুসারে সময় নির্ণয় করে নিবে।
৭৩. লাইলাতুল কদর কখন?
উত্তর: ২১ রমজান থেকে প্রতিটি বেজোড় রমজানের রাত্রিতে।
৭৪. লাইলাতুল কদরে কোন দোয়টি বেশি পড়া উচিৎ ?
উত্তর: লাইলাতুল কদরে নিম্নোক্ত দোয়াটি পড়া উচিৎ:
اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الٛعَفٛوَ فَاعٛفُ عَنِّيٛ
(হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাস, তাই আমাকে ক্ষমা করো)
৭৫. ইতেকাফের শর্তাবলী কিকি?
উত্তর: ইতেকাফকারীকে মুসলমান, ন্যায় ও অন্যায় বাছবিচারের ক্ষমতা সম্পন্ন, মাসিক ও প্রসবোত্তর স্রাব থেকে এবং বীর্যস্থলনজনিত অপবিত্রাবস্খা থেকে মুক্ত হতে হবে।
৭৬. ইতিকাফের আরকান বা স্তম্ভ কি?
উত্তর: আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য মসজিদে অবস্থান করা।
৭৭. ইতেকাফকারী কখন মসজিদে প্রবেশ করবে?
উত্তর: যদি শেষ দশ রমজানে ইতেকাফ করার নিয়ত করে তবে বিশ রমজানে সূর্য অস্ত যাওয়ার পূর্বে মসজিদে প্রবেশ করবে।
৭৮. ইতেকাফকারীর জন্য কোন কাজগুলো বৈধ?
উত্তর: মসজিদে আসা পরিবার-পরিজনকে বিদায় দিতে এগিয়ে যাওয়া। (বুখারী ও মুসলিম)
চুল আঁচড়ানো,মাথা মুড়ানো, নখ কাটা, শরীর থেকে ময়লা সাফ করা ও সুগন্ধি ব্যবহার করা। (বুখারী ও মুসলিম)
অনিবার্য প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া। যেমন: পেশাব পায়খানা ও অযু-গোসলের জন্য বের হওয়া। (বুখারী ও মুসলিম)
মসজিদের ভিতর পানাহার করা ও ঘুমানো।
৭৯. কিসে কিসে ইতেকাফ বাতিল হয়?
১.বিনা প্রয়োজনে মসজিদ থেকে ইচ্ছাকৃতভাবে বের হওয়া।
২.মুরতাদ হওয়া, পাগল-মাতাল হওয়া,
৩.মাসিক ও প্রসবোত্তর ঋতুস্রাব হওয়া।
৪.সহবাস করা
৮০. প্রশ্ন- সাহরির সময় মসজিদের মাইকে কুরআন তিলায়াত ও গযল বলা জায়িয আছে কি না?
উত্তর: সাহরির সময়, ফজরের আযানের আগে ও পরে মসজিদের মাইক গযল গাওয়া, কুরআন তিলাওয়াত করা- পুরোটাই নাজায়িয কাজ । সাহরির জন্য ডাকা জায়িয কাজ। ভালো কাজ। ডাকা মানে কী? আপনি আড়াইটার সময়, তিনটার সময়, সাড়ে তিনটার সময় পাঁচসাত মিনিট ডাকলেন। ‘সাহরির সময় হয়ে গেছে, ওঠেন গো’। ব্যস, হয়ে গেল।
লেখক,
হাফেজ, মাও: নুরুল হুদা
কুরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
খতিব, বায়তুল গফুর জামে মসজিদ, মাদামবিবির হাট, চট্টগ্রাম।
Comments are closed, but trackbacks and pingbacks are open.