পবিত্র মাহে রমাদান উপলক্ষে আল কুরআন কুইজ প্রতিযোগিতা–২০২৪
https://www.dawahcircle.com
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা,
اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُــــــــــهُ
পবিত্র মাহে রমাদান উপলক্ষে আল কুরআন কুইজ প্রতিযোগিতা–২০২৪
👉 সিলেবাস :
➖ সূরা আল-ফাতিহাসহ ৩০তম পারা (সূরা আন-নাবা থেকে সূরা আন-নাস)
➖ তাফসীর গ্রন্থ : তাফসীর ইবনে কাসীর, তাফসীর ফী যিলালিল কুরআন
(তাফসীর ইবনে কাসীর ও ফী যিলালিল কুরআনের লিঙ্ক : https://t.me/BDCircle2018/24158)
👉 রেজিস্ট্রেশন :
➖ যারা রেজিস্ট্রেশন করতে পারবেন : সকলের জন্য উন্মুক্ত
➖ রেজিস্ট্রেশনের শেষ সময় : ৪ এপ্রিল ২০২৪, রাত ১১:৫৯ [সম্ভাব্য ২৪ রমাদান]
➖ রেজিস্ট্রেশন ফি : ফ্রি
➖ রেজিস্ট্রেশন লিঙ্ক : https://tinyurl.com/BDC-Al-Quran-2024
👉 পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা :
➖ প্রতিযোগিতা গুগল ফরমে MCQ পদ্ধতিতে আয়োজন করা হবে।
➖ পরীক্ষার তারিখ : ৫ এপ্রিল ২০২৪ (শুক্রবার) [সম্ভাব্য ২৫ রমাদান ১৪৪৫ হিজরি]
➖ পরীক্ষার সময় : বিকাল ৩.০০-৪.০০টা
➖ পরীক্ষার লিংক : ৫ এপ্রিল ২০২৪ ইং (শুক্রবার) সকাল ১০টায় দাওয়াহ সার্কেলের ফেসবুক পেইজ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ ও ওয়েবসাইটে দেওয়া হবে।
➖ পরীক্ষার সময় : ১ ঘন্টা
➖ মোট প্রশ্ন : ১০০টি
➖ পূর্ণমান : ১০০ নম্বর
➖ প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.৫০ নম্বর কেটে নেওয়া হবে।
👉 পুরস্কার :
➖ ১ম স্থান : ৫,০০০ টাকা বা সমমূল্যের উপহার
➖ ২য় স্থান : ৩,০০০ টাকা বা সমমূল্যের উপহার
➖ ৩য় স্থান : ২,০০০ টাকা বা সমমূল্যের উপহার
➖ ৪র্থ-১০ম স্থান : ১,০০০ টাকা বা সমমূল্যের উপহার
👉 পরীক্ষা দেওয়ার পদ্ধতি :
➖ প্রথমে গুগল ব্রাউজারের মাধ্যমে নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করতে হবে।
➖ ব্যক্তিগত তথ্য প্রদান পরবর্তী পেইজে গিয়ে উত্তর প্রদান করতে হবে।
➖ পেইজের শেষে সাবমিট বাটনে প্রেস করলে আপনার পরীক্ষা সম্পন্ন হবে।
➖ “আপনার উত্তরপত্র গৃহীত হয়েছে” – ম্যাসেজের মাধ্যমে পরীক্ষার সাবমিট নিশ্চিত করুন।
👉 পরীক্ষার লিঙ্ক পেতে নিম্নোক্ত সাইটগুলোতে ভিজিট করুন :
➖ বাংলাদেশ দাওয়াহ সার্কেলের টেলিগ্রাম আইডি :
http://t.me/bdawah
➖ বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ফেসবুক পেইজ :
https://www.facebook.com/bddawahcircle/
➖ বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ফেসবুক গ্রুপ :
https://www.facebook.com/groups/bangladeshdawahcircle/
➖ বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ইউটিউব লিংক :
https://youtube.com/c/BangladeshDawahCircle
➖ বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ওয়েবসাইট :
👉 পরীক্ষার ফলাফল প্রকাশ :
➖ ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ : ২১ এপ্রিল ২০২৪
➖ ফলাফল প্রকাশ করা হবে অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে (পরীক্ষার পরবর্তী জুম লিঙ্ক দেওয়া হবে)।
👉 সার্বিক যোগাযোগ :
➖ হোয়াটসঅ্যাপ লিংক : https://wa.me/message/NZGT5RJD5E56I1
➖ টেলিগ্রাম লিংক : https://t.me/dawahcircle
➖ ইমেইল : [email protected]
আল কুরআনের জ্ঞানার্জনের এ অনন্য আয়োজনে নিজে অংশগ্রহণ করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.