রমজান জিজ্ঞাসা – পঞ্চম পর্ব
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত রোজাদার ভাই- বোনেরা। আশা করছি সুস্থতার সাথে ঈমান ও ইহতেসাবের সাথে পবিত্র রমজান মাস অতিবাহিত করছেন। আপনার সিয়াম সাধনাকে আরো সুন্দর ও পরিপূর্ণ করতে আমরা আপনার মনে জাগ্রত হওয়া রমজান নিয়ে নানা প্রশ্নের সমাধান নিয়ে আপনার নিকট হাজির হয়েছি। কুরআন হাদিসের দলিল সংবলিত“ রমজান জিজ্ঞাসা” নামক প্রশ্ন উত্তর নিয়ে। আসা করছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার সিয়াম সাধনাকে আরো সৌন্দর্য মন্ডিত করে তুলবে।
রমজান জিজ্ঞাসা – পঞ্চম পর্ব
৪১. প্রশ্ন: স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হবে কি না?
উত্তর: রোজার সময় দিনের বেলায় যদি সপ্নদোষ হয় তবে রোজা নষ্ট হবে না। কারণ এটি সম্পূর্ণ ব্যক্তির ইচ্ছাশক্তির বাহিরে। আল্লাহ তায়ালা বলেন: لا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا অর্থাৎ আল্লাহ তায়ালা সাধ্যের বাহিরে কাউকে কিছুই চাপিয়ে দেন না। (সূরা বাকারা: ২৮৬)
৪২.প্রশ্ন: এমন কোন ব্যক্তি যদি রমজানের চাঁদ বা ঈদের চাঁদ দেখে যার সাক্ষ্য মানুষের নিকট গ্রহণযোগ্য নয় তাহলে তার বিধান কি?
উত্তর: তাহলে সে অন্যান্ন মানুষের সাথে রোজা রাখবে এবং তাদের সাথে ঈদ করবে।
৪৩.প্রশ্ন: রমজানের রোজা রাখার জন্য কতজন ব্যক্তির চাঁদ দেখা শর্ত?
উত্তর: রমজানের রোজা রাখার জন্য একজন ব্যক্তির চাঁদ দেখাই যথেষ্ট। ( তিরমিজি)
৪৪.প্রশ্ন: শাওয়ালের চাঁদ কতজনকে দেখতে হবে?
উত্তর: শাওয়ালের চাঁদ কমপক্ষে দুজন লোককে দেখতে হবে। (তিরমিজি)
৪৫. প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞানীদের গননার উপর ভিত্তি করে রোজা রাখা বা ছাড়া যাবে?
উত্তর: না কেননা রাসূল স: বলেছেন:
صوموا لرؤيته ، وأفطروا لرؤيته فإن غم عليكم فاقدروا له ثلاثين
তোমরা চাঁদ দেখে রোজা রাখ এবং চাঁদ দেখে রোজা ছাড়। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে ত্রিশ দিন পূর্ণ কর।
৪৬. প্রশ্ন: কাদের জন্য রোজা ভাঙ্গা যায়েজ?
উত্তর: ১. রোগাগ্রস্থ ব্যক্তি ২. হায়েজ- নিফাসী নারী ৩. গর্ভবতী ও দুগ্ধদানকারিনী নারী যদি তাদের কষ্ট হয় ৪. অতিশয় বৃদ্ধ। ৫. কায়িক পরিশ্রম কারী যার রোজা রাখার মাধ্যমে জীবন বিপন্ন হওয়ার আশংকা রয়েছে।
৪৭.প্রশ্ন: কোন কোন জিনিস দ্বারা ইফতার করা সুন্নাত?
উত্তর: বেজোড় খেজুর, তা নাহলে পানি দ্বারা ইফতার করা সুন্নাত। কেননা রাসূল স: বলেছেন:
إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة ، فإن لم يجد فليفطر على ماء ، فإنه طهور
যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে, কেননা তাতে রয়েছে বরকত। আর যদি খেজুর না পায় তবে সে যেন পানি দ্বারা ইফতার করে। কেননা তা পবিত্র।(তিরমিজি)
৪৮.প্রশ্ন: রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করার হুকুম কি?
উত্তর: রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহারে রোজা ভঙ্গ হবে না। কারণ ইলহেলার এর বাস্প পেটে পৌঁছায় না।
তাছাড়া কুলি ও মেছওয়াকের মাধ্যমে যে পরিমান পানি ও রাসয়নিক পদার্থ শরীরে প্রবেশ করে তার চেয়ে ইনহেলারের বাস্পের পরিমান কম। ( ইমান ইবনু উসাইমিন, ফাতওয়া ইসলামিয়া, দ্বিতীয় খন্ড, পৃ: ৩৫)
৪৯. প্রশ্ন: আল্ট্রাসনোগ্রাম করালে রোজা ভাঙ্গবে?
উত্তর: আল্ট্রাসনোগ্রাম পদ্ধিতিতে শরীরে এক ধরণের শব্দতরঙ্গ পাঠানো হয় এবং তা পুনরায় ধারণ করে, তার প্রতিক্রিয়া পর্দায় দেখা হয়। সুতরাং এতে রোজা নষ্ট হবে না।
৫০. প্রশ্ন: রোজা অবস্থায় টুথপেস্ট ও টুথপাউডার ব্যবহারের হুকুম কি?
উত্তর: রোজা অবস্থায় টুথপেস্ট ও টুথপাউডারের ব্যবহারের হুকুম মেসওয়াকের মতই। যদি পেস্টের কোন অংশ গলার ভিতর প্রবেশ না করে। তবে এক্ষেত্রে অতিমাত্রায় ঝাঁঝালো পেস্ট ব্যবহার না করাই উত্তম।
লেখক, হাফেজ, মাও: নুরুল হুদা
কুরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
খতিব, বায়তুল গফুর জামে মসজিদ, মাদামবিবির হাট, চট্টগ্রাম।
Comments are closed, but trackbacks and pingbacks are open.