সত্য ও সুন্দরের প্রতি আহ্বান

রমজান জিজ্ঞাসা – তৃতীয় পর্ব

প্রশ্ন-উত্তর

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত রোজাদার ভাই- বোনেরা। আশা করছি সুস্থতার সাথে ঈমান ও ইহতেসাবের সাথে পবিত্র রমজান মাস অতিবাহিত করছেন। আপনার সিয়াম সাধনাকে আরো সুন্দর ও পরিপূর্ণ করতে আমরা আপনার মনে জাগ্রত হওয়া রমজান নিয়ে নানা প্রশ্নের সমাধান আমরা আপনার নিকট হাজির হয়েছি  কুরআন হাদিসের দলিল সংবালিত“ রমজান জিজ্ঞাসা” নামক প্রশ্ন উত্তর নিয়ে। আসা করছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার সিয়াম সাধনাকে আরো সৌন্দর্য মন্ডিত করে তুলবে।

রমজান জিজ্ঞাসা – তৃতীয় পর্ব

২১. প্রশ্ন: যে কাফির বিশ রমজান পার হওয়ার পর ইসলাম গ্রহণ করেছে তার জন্য ছুটে যাওয়া রমজানের হুকুম কি?

প্রশ্ন: চার ইমাম সহ সকল আলেমগণ এই বিষয়ে একমত যে, তার ছুটে যাওয়া সিয়াম গুলোর কাযা ও কাফ্ফারা  কিছুই নেই।

২২. প্রশ্ন: কোন ব্যক্তি যদি দিনের কিছু অংশ পাগল থাকে এবং ‍কিছু অংশ ভালো থাকে তাহলে তার রমজানের হুকুম কি?

উত্তর: দিনের যে অংশ সে ভালো থাকে সে অংশে সিয়াম পালন করবে। (ফতোওয়ায়ে ইবনে উসাইমিন)

২৩. প্রশ্ন: যদি কোন ঋতুমতি নারী দিনের কোন অংশে সুস্থ হয় তার জন্য রোজার বিধান কি?

উত্তর: তার জন্য দিনের বাকি অংশে কোন রোজা নেই, তবে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করতে হবে।

২৪. প্রশ্ন: কোন ব্যক্তি যদি ইফতার করার জন্য কোন খাবার বা পানি না  পায় তাহলে কি দিয়ে ইফতার করবে?

উত্তর: তাহলে তার নিকট খাবার উপযোগী যা থাকে তা দিয়ে ইফতার করবে।

২৫. প্রশ্ন: ইফতারের তালিকায় কোন ধরণের খাবার থাকা মোস্তাহাব?

উত্তর: ইফতারের তালিকায় সিক্ত খাবার বা পানি জাতীয় খাবার থাকা মোস্তাহাব।

২৬. প্রশ্ন: যদি ইফতার করার জন্য কোন কিছুই না পায় তবে সে কি করবে?

উত্তর: তাহলে সে মনে মনে ইফতারের নিয়ত করবে অথবা মুখে লালা জমা করে তা গিলে ফেলবে।

২৭. প্রশ্ন: কোন রোজাদার যদি রোজার নিয়ত করার পর বেহুশ হয়ে যায় এবং সারাদিন বেহুশ থাকে অথবা ফজরের নামাজের পূর্বে বেহুশ হয়ে যায় এবং সূর্যাস্তের পূর্বে তার হুশ না ফিরে তবে তার হুকুম কি? ‍

উত্তর: তার জন্য দুটি হুকুম।

প্রথম অবস্থা: তার রোজা হবে না, তাকে পরবর্তীতে রোজা কাযা করতে হবে। এটি জামহুরদের মত ( মালেকী শাফেয়ী ও হাম্বলীর মত)।

দ্বিতীয় অবস্থা: যদি সে দিনে একমুহূর্তের জন্যও হুশ ফিরে পায় তবে তার রোজা শুদ্ধ হবে। তাকে কাজা করতে হবে না। ( শাফেয়ী ও হাম্বলী মাযহাব)

২৮. কোন রজাদারের যদি দিনের বেলায় যৌনাঙ্গ দিয়ে যৌন রস তথা মনী ও মযী বের হয় তাহলে রোজা ভেঙ্গে যাবে?

উত্তর: প্রথমত:

মযী বের হলে রোযা নষ্ট হবে না। কারণ মযী হলো বীর্যাপাত  হওয়ার পূর্বে তথা মনী বের হওয়ার পূর্বে বের হয়। এটি মানুষের যৌনকাঙ্খা হলেই হয়। ( ইমাম ইবনে বায) তবে কেউ কেউ বলেছেন রোজা নষ্ট হয়ে যাবে।

দ্বিতীয়ত: যদি স্বপ্নদোষ ব্যতিত মনী বের হয় তবে রোযা নষ্ট হযে যাবে এবং তাকে কাযা করতে হবে। তবে কাফ্ফারা করতে হবে না। কারণ কাফ্ফারা হলো সহবাসের সাথে জড়িত। ( ফতোয়া: ইমাম ইবনে বায)

২৯.কোন নারীর যদি ‍ঋতুস্রাব দিনের বেলায় শুরু হয় হয় তার হুকুম কি?

উত্তর : তার উপর ঐ দিন রোজা রাখা ওয়াজিব নয়। ( ফতোয়া ইমাম ইবনে উসাইমিন)

৩০. প্রশ্ন: কোন নারী যদি হায়েজ ও নিফাস থেকে ফজরের পূর্বে পবিত্র হয় তার হুকুম কি?

উত্তর: তার উপর ঐদিন রোজা রাখা ওয়াজিব। ‍( মুসলিমের ব্যাখ্যায় উল্লেখ আছে)

লেখক, হাফেজ, মাও: নুরুল হুদা

কুরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

খতিব, বায়তুল গফুর জামে মসজিদ, মাদামবিবির হাট, চট্টগ্রাম।

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Verified by MonsterInsights