আমপারা মুখস্থকরণ প্রতিযোগিতা-২০২৪
স্কুল ছাত্রদের নিয়ে (৪র্থ বারের মতো) আল কুরআনের (৩০তম পারা ) আমপারা মুখস্থকরণ প্রতিযোগিতা-২০২৪
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমপারা মুখস্থকরণ প্রতিযোগিতা-২০২৪
স্কুল ছাত্রদের নিয়ে (৪র্থ বারের মতো) আল কুরআনের (৩০তম পারা ) আমপারা মুখস্থকরণ প্রতিযোগিতা-২০২৪
নীতিমালা :
কুরআনুল কারীমের ৩০তম পারা (আমপারা) মুখস্থকরণের ওপর প্রতিযোগিতা হবে।
প্রতিযোগিতায় শুধুমাত্র স্কুলে অধ্যয়নরত ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে।
হাফেজ বা হেফজখানায় অথবা মাদরাসায় অধ্যয়ন করেছেন এমন কেউ প্রতিযোগি হিসেবে বিবেচিত হবে না।
জেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। (সম্ভাব্য)
বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা ২০ মে অনুষ্ঠিত হবে। (সম্ভাব্য)
জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ১০ জুন অনুষ্ঠিত হবে।
জেলা পর্যায়ে প্রত্যেক জেলা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচ জনকে বিভাগীয় পর্যায়ের জন্য চূড়ান্ত করা হবে।
জেলা পর্যায়ে প্রাথমিক বাছাই অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতার জন্য সরাসরি বাছাই করা হবে।
চুড়ান্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেরা ৩০ জনকে পুরস্কৃত করা হবে।
রেজিষ্ট্রেশন সময় ২২ নভেম্বর ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।
রেজিষ্ট্রেশন ফি : ২০০/- (দুইশত টাকা মাত্র)। (বিকাশ/ নগদ নম্বর-০১৫২১৫৩৬১৩০) উল্লেখিত নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে নিম্নোক্ত গুগল ফরমে রেজিষ্ট্রেশন করতে হবে।
গুগল লিঙ্ক : https://forms.gle/ci3RwTepytJ2PfWH6
ইতি পূর্বে আমপারা মুখস্থকরণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শীর্ষ ২০ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
প্রতিযোগিতা সম্পর্কে যাবতীয় নির্দেশনা পেতে ফলো করুন।
বাংলাদেশ দাওয়াহ সার্কেল টেলিগ্রাম আইডি:
http://t.me/bdawah
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ফেসবুক পেইজ:
https://www.facebook.com/bddawahcircle/
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ফেসবুক গ্রুপ:
https://www.facebook.com/groups/bangladeshdawahcircle/
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ইউটিউব লিংক:
https://youtube.com/c/BangladeshDawahCircle
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ওয়েবসাইট:
পরীক্ষা পদ্ধতি :
বিশুদ্ধ তিলাওয়াত জানা থাকতে হবে।
আমপারার যে কোন সূরা বা আয়াত থেকে মুখস্থ তিলাওয়াত শুনাতে হবে।
আয়াত শুনে সূরার নাম বলতে হবে।
আয়াত শুনে সূরা নাম বলা ও সেই সূরার শুরু থেকে তিলাওয়াত করতে হবে।
তিলাওয়াতের ক্ষেত্রে তাজবীদের নিয়ম-কানুন জানা থাকতে হবে।
নম্বর দেওয়ার ক্ষেত্রে বিচারকগণের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
পুরস্কার :
পুরস্কার প্রদান করা হবে সর্বমোট ৩০ জনকে।
প্রথম পুরস্কার : ৩০০০০/- ( ত্রিশ হাজার টাকা )
দ্বিতীয় পুরস্কার : ২৫০০০/- ( পঁচিশ হাজার টাকা )
তৃতীয় পুরস্কার : ২০০০০/- ( বিশ হাজার টাকা )
৪র্থ থেকে ২০তম পর্যন্ত ১৭ জনকে নগদ ৫০০০/- (পাঁচ হাজার টাকা) প্রদান করা হবে।
২১তম থেকে ৩০তম পর্যন্ত ১০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে।
বিজয়ী প্রথম ২০ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
সার্বিক যোগাযোগ :
হোয়াটসঅ্যাপ লিংক: https://wa.me/message/NZGT5RJD5E56I1
টেলিগ্রাম লিংক: https://t.me/dawahcircle
ইমেইল: [email protected]
Comments are closed, but trackbacks and pingbacks are open.