সত্য ও সুন্দরের প্রতি আহ্বান

আমপারা মুখস্থকরণ প্রতিযোগিতা-২০২৪

স্কুল ছাত্রদের নিয়ে (৪র্থ  বারের মতো) আল কুরআনের (৩০তম পারা ) আমপারা মুখস্থকরণ প্রতিযোগিতা-২০২৪

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমপারা মুখস্থকরণ প্রতিযোগিতা-২০২৪

স্কুল ছাত্রদের নিয়ে (৪র্থ  বারের মতো) আল কুরআনের (৩০তম পারা ) আমপারা মুখস্থকরণ প্রতিযোগিতা-২০২৪

নীতিমালা :
  কুরআনুল কারীমের ৩০তম পারা (আমপারা) মুখস্থকরণের ওপর প্রতিযোগিতা হবে।
  প্রতিযোগিতায় শুধুমাত্র স্কুলে অধ্যয়নরত ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে।
  হাফেজ বা হেফজখানায় অথবা মাদরাসায় অধ্যয়ন করেছেন এমন কেউ প্রতিযোগি হিসেবে বিবেচিত হবে না।
  জেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। (সম্ভাব্য)
  বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা ২০ মে অনুষ্ঠিত হবে। (সম্ভাব্য)
  জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  ১০ জুন অনুষ্ঠিত হবে।
  জেলা পর্যায়ে প্রত্যেক জেলা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচ জনকে বিভাগীয় পর্যায়ের জন্য চূড়ান্ত করা হবে।
  জেলা পর্যায়ে প্রাথমিক বাছাই অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
  বিভাগীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতার জন্য সরাসরি বাছাই করা হবে।
  চুড়ান্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেরা ৩০ জনকে পুরস্কৃত করা হবে।
   রেজিষ্ট্রেশন সময় ২২ নভেম্বর ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।
  রেজিষ্ট্রেশন ফি : ২০০/- (দুইশত টাকা মাত্র)। (বিকাশ/ নগদ নম্বর-০১৫২১৫৩৬১৩০) উল্লেখিত নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে নিম্নোক্ত গুগল ফরমে রেজিষ্ট্রেশন করতে হবে।
৥ গুগল লিঙ্ক : https://forms.gle/ci3RwTepytJ2PfWH6
  ইতি পূর্বে  আমপারা মুখস্থকরণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শীর্ষ ২০ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
  প্রতিযোগিতা সম্পর্কে যাবতীয় নির্দেশনা পেতে ফলো করুন।
বাংলাদেশ দাওয়াহ সার্কেল টেলিগ্রাম আইডি:
http://t.me/bdawah
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ফেসবুক পেইজ:
https://www.facebook.com/bddawahcircle/
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ফেসবুক গ্রুপ:
https://www.facebook.com/groups/bangladeshdawahcircle/
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ইউটিউব লিংক:
https://youtube.com/c/BangladeshDawahCircle
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ওয়েবসাইট:

বাংলাদেশ দাওয়াহ সার্কেল । সত্য ও সুন্দরের প্রতি আহবান

পরীক্ষা পদ্ধতি :
  বিশুদ্ধ তিলাওয়াত জানা থাকতে হবে।
  আমপারার যে কোন সূরা বা আয়াত থেকে মুখস্থ তিলাওয়াত শুনাতে হবে।
  আয়াত শুনে সূরার নাম বলতে হবে।
  আয়াত শুনে সূরা নাম বলা ও সেই সূরার শুরু থেকে তিলাওয়াত করতে হবে।
  তিলাওয়াতের ক্ষেত্রে তাজবীদের নিয়ম-কানুন জানা থাকতে হবে।
  নম্বর দেওয়ার ক্ষেত্রে বিচারকগণের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

পুরস্কার :
  পুরস্কার প্রদান করা হবে সর্বমোট ৩০ জনকে।
  প্রথম পুরস্কার : ৩০০০০/- ( ত্রিশ হাজার টাকা )
  দ্বিতীয় পুরস্কার : ২৫০০০/- ( পঁচিশ হাজার টাকা )
  তৃতীয় পুরস্কার : ২০০০০/- ( বিশ হাজার টাকা )
  ৪র্থ থেকে ২০তম পর্যন্ত ১৭ জনকে নগদ ৫০০০/- (পাঁচ হাজার টাকা) প্রদান করা হবে।
  ২১তম থেকে ৩০তম পর্যন্ত ১০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে।
  বিজয়ী প্রথম ২০ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
সার্বিক যোগাযোগ :
হোয়াটসঅ্যাপ লিংক: https://wa.me/message/NZGT5RJD5E56I1
টেলিগ্রাম লিংক: https://t.me/dawahcircle
ইমেইল: [email protected]

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Verified by MonsterInsights