সত্য ও সুন্দরের প্রতি আহ্বান

মাসিক আল-কুরআন কুইজ প্রতিযোগিতা ডিসেম্বর-২০২৩

মাসিক আল-কুরআন কুইজ প্রতিযোগিতা ডিসেম্বর-২০২৩

সম্মানিত দর্শক,

اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاتُــــــــــهُ

মাসিক আল-কুরআন কুইজ প্রতিযোগিতা ডিসেম্বর-২০২৩

➖ সিলেবাস :
সূরা আদ-দুখান (আয়াত:-১-৩০) এবং ডিসেম্বর মাসের লাইভ দারসুল কুরআন থেকে পাঁচটি প্রশ্ন থাকবে।
(তাফসীর গ্রন্থ : তাফসীর ইবনে কাছীর, তাফসীর ফী যিলালিল কুরআন)
তাফসির ইবনে কাসির ও ফি যিলালিল কুরআনের লিংকঃ
https://t.me/BDCircle2018/23888

➖ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা :
১। প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে।
২। পরীক্ষার তারিখ : আগামী ২৫ ডিসেম্বর- ২০২৩, (সোমবার )।
৩। সময় : রাত ৮:৩০মিনিট – ৯:০০টা।
প্রয়োজনীয় তথ্য পূরণের সুবিধার্থে ৫ মিনিট পূর্বেই পরীক্ষার লিংক ওপেন করা হবে।
৪। পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় : ৩০ মিনিট। মোট প্রশ্ন : ৫০টি। পূর্ণমান : ৫০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.৫০ নম্বর কেটে নেওয়া হবে।
৫। পরীক্ষায় লগ ইন করতে কোনো পূর্বনির্ধারিত আইডি পাসওয়ার্ড লাগবে না। তবে পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীর ইমেল নম্বর, নাম, পিতার নাম, পেশা, মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা অবশ্যই লিখতে হবে।
৬। পরীক্ষা পদ্ধতিতে কোনো টাইমার অপশন থাকবে না। তাই যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করতে ঘড়ির সহযোগিতা নেওয়া প্রয়োজন।
৭। পরীক্ষা সাবমিট করার আগ পর্যন্ত যেকোনো উত্তর এডিট করা যাবে। সাবমিট করা সম্পন্ন হলে এডিট করার আর সুযোগ থাকবে না।
৮। নির্দিষ্ট সময়ের মধ্যে (৩০ মিনিট) সাবমিট করতে হবে।
৯। ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ :২৯ ডিসেম্বর – ২০২৩।

➖ পরীক্ষা দেওয়ার পদ্ধতি :
১। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে নির্দিষ্ট লিংকে প্রবেশ করতে হবে।
২। আপনার নাম, পেশা, পিতার নাম, মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা লিখতে হবে। এরপর Next এ ক্লিক করতে হবে।
৩। এরপর নির্দেশনা সম্বলিত পেইজ ওপেন হবে। নির্দেশনাটি ভালো করে পড়ে Next এ ক্লিক করতে হবে।
৪। ৫০টি প্রশ্ন প্রদর্শিত হওয়ার পর Submit বাটন আসবে। তাতে ক্লিক করলে পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে।
৫। সর্বশেষ ধন্যবাদ সম্বলিত পেইজ দেখতে পেলে আপনার পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হবেন।

➖ কারিগরি ত্রুটি দূরীকরণে করণীয় :
১। ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা।
২। অপেরা মিনি ব্রাউজার ব্যবহার না করা, গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্যবহার করা।
৩। পরীক্ষা চলাকালীন অন্য কোনো লিংকে প্রবেশ না করা।
৪। পরীক্ষা চলাকালীন পেইজ রিলোড না দেওয়া।
৫। পরীক্ষা শেষ হওয়ার আগে ব্রাউজার সাবমিট না করা।

➖ প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ
প্রক্রিয়া :
১. সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগি মেধাক্রমের শুরুতে থাকবেন।
২. একই নম্বরপ্রাপ্ত প্রতিযোগিদের মধ্যে যার ভুল উত্তর সংখ্যা কম হবে, তিনি মেধাক্রমে ওপরে অবস্থান করবেন।
৩. প্রাপ্ত নম্বর ও ভুল উত্তর সংখ্যা একই হলে যিনি আগে উত্তরপত্র সাবমিট করবেন, তিনি মেধাক্রমে ওপরে অবস্থান করবেন।

# মাসিক কুরআন কুইজ টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন ও প্রশ্ন জানুন:
https://t.me/+gojEMX536gg1MDg1

সুন্দর এ আয়োজনটি শেয়ার করে ইসলাম প্রচারে নিজেকে শামিল করুন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Verified by MonsterInsights