সত্য ও সুন্দরের প্রতি আহ্বান

সীরাতুন্নবী ﷺ উৎযাপন উপলক্ষে জাতীয় ভিডিও আলোচনা প্রতিযোগিতা- ২০২৩

জাতীয় ভিডিও আলোচনা প্রতিযোগিতা- ২০২৩

বিসমিল্লাহির রাহমানির রাহিম

“নিশ্চই রাসূল ﷺ এর জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ ” (সুরা আহযাব : ২১)

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَة الله وَبَرَاكاتُــــــــــه

পবিত্র মাহে রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে হযরত মুহাম্মদ মোস্তফা ﷺ এর জীবনাদর্শ মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ দাওয়াহ সার্কেল এর পক্ষ থেকে “জাতীয় ভিডিও আলোচনা প্রতিযোগিতা- ২০২৩” আয়োজন করা হয়েছে।

রাসূল ﷺ এর সীরাতকে সুন্দরভাবে উপস্থাপন করে সত্যের সৌরভ ছড়াতে ভূমিকা রাখুন, নিজ প্রতিভার উন্মেষ ঘটিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার।

প্রতিযোগিতার নিয়মাবলী:

১. যেকোন পর্যায়ের শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
২. একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন।
৩. আলোচনার সময় সর্বোচ্চ ১০ মিনিট, ভিডিও ক্যামেরা অথবা স্মার্ট ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করা যাবে, তবে অডিও-ভিডিও স্পষ্ট ও স্বচ্ছ হওয়া বাঞ্চনীয়।
৪. টেলিগ্রাম বা ই-মেইলে গুগল ড্রাইভ ব্যবহার করে ভিডিও পাঠানো যাবে। অথবা এক বা একাধিক প্রতিযোগীর বক্তব্য মেমোরি কার্ডে নিম্নোক্ত ঠিকানায় পাঠানো যাবে।
৫.৩০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করে ১০ অক্টোবরের মধ্যে নিম্নে প্রদত্ত ঠিকানায় ভিডিও পাঠাতে হবে।
৬. নাম, পিতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ভিডিও এর সাথে পাঠাতে হবে।
৭. ইতোমধ্যে ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোস্যাল মিডিয়ায় প্রকাশিত কোন বক্তব্য প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।
৮. প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০ জনকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হবে।

৯. রেজিস্ট্রেশন লিংকঃ লিংক

প্রতিযোগিতার বিষয়:

১. রাসুলুল্লাহ ﷺ  এর বাল্যকাল ও তার বংশীয় পরিচয়
২. বিশ্বাসীদের পথ প্রদর্শক (আল-আমিন উপাধি লাভ)
৩. রাসুলুল্লাহ ﷺ  এর নবুয়াতি জীন্দেগীর সূচনা
৪. দাওয়াতে দ্বীনের জন্য রাসুলুল্লাহ ﷺ  এর ত্যাগ ও কুরবানী
৫. রাসুলুল্লাহ ﷺ  এর পারিবারিক জীবন
৬.  সোনালী সমাজ বিনির্মাণে রাসুলুল্লাহ ﷺ  এর সফলতা
৭.  খতমে নবুয়াতের তাৎপর্য ও রাসুল ﷺ  এর মর্যাদা
৮.  মানবতার শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ মোস্তফা ﷺ
৯. রাসুলুল্লাহ ﷺ  এর শ্রেষ্ঠ মুযিজা মহাগ্রন্থ আল-কুরআন
১০. রাসূর ﷺ এর ন্যায়বিচার
১১. উপার্জন,শ্রম ও শ্রমিকের অধিকারে রাসূলুল্লাহ ﷺ এর নীতি
১২. অন্যায় ও অপকর্মে রোধে  রাসূলুল্লাহ ﷺ এর নীতি
১৩. রাসূল ﷺ এর সামাজিক ও মানবীয় চরিত্র
১৪. বিশ্ব সভ্যতায় রাসূল ﷺ এর অবদান
১৫. অর্থনৈতিক নিরাপত্তা বিধানে রাসূল ﷺ এর আদর্শ

পুরস্কারের বিবরণী:
 
প্রথম পুরস্কার ১৫০০০ (পনেরো হাজার) টাকা
দ্বিতীয় পুরস্কার ১২০০০ (বারো হাজার) টাকা
তৃতীয় পুরস্কার ১০০০০ (দশ হাজার) টাকা
চতুর্থ থেকে দশম পুরস্কার ৫০০০ (পাঁচ হাজার) টাকা
(নগদ শিক্ষা বৃত্তিসহ পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক কে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে)

ভিডিও পাঠানোর ঠিকানা: 
মো:মাসুম বিল্লাহ
সুন্দরবন কুরিয়ার সার্ভিস, পুরানা পল্টন ঢাকা -১০০০
ইমেইল: [email protected]
টেলিগ্রাম আইডি: http://t.me/bdawah

আয়োজনে: 
বাংলাদেশ দাওয়াহ সার্কেল
www.dawahcircle.com

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Verified by MonsterInsights