সত্য ও সুন্দরের প্রতি আহ্বান

রমজান জিজ্ঞাসা – দশম পর্ব

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত রোজাদার ভাই- বোনেরা। আশা করছি সুস্থতার সাথে ঈমান ও ইহতেসাবের সাথে পবিত্র রমজান মাস অতিবাহিত করছেন। আপনার সিয়াম সাধনাকে আরো সুন্দর ও পরিপূর্ণ করতে আমরা আপনার মনে জাগ্রত হওয়া রমজান নিয়ে নানা প্রশ্নের সমাধান নিয়ে আপনার নিকট হাজির হয়েছি। কুরআন হাদিসের দলিল সংবলিত“ রমজান জিজ্ঞাসা” নামক প্রশ্ন উত্তর নিয়ে। আসা করছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার সিয়াম সাধনাকে আরো সৌন্দর্য মন্ডিত করে তুলবে।

রমজান জিজ্ঞাসা – দশম পর্ব

৯১. প্রশ্ন:  রোজা রেখে কানে ঔষধ লাগানো,ড্রপ ব্যবহার করা, অথবা ক্ষতস্থানে মলম ব্যবহার করা যাবে কি না?

উত্তর: এতে রোজা নষ্ট হবে না। কারণ এর সাথে খাদ্য নালীর কোন সম্পর্ক নেই।

৯২. প্রশ্ন: রোজা অবস্থায় নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভেঙ্গে যাবে ?

উত্তর: জি না। এতে রোজা নষ্ট হবে না।

৯৩. প্রশ্ন: ইতেকাফ অবস্থায় মোবাইলের মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে ইতেকাফ নষ্ট হবে?

উত্তর: ইতেকাফ নষ্ট হবে না তবে তার বরকত নষ্ট হবে।

৯৪. প্রশ্ন: রমজানের প্রথম দশদিন রহমত, দ্বিতীয় দশদিন মাগফিরাত,তৃতীয় দশদিন নাজাত- কথাটা কতটুকু সত্য?

উত্তর: সনদের দিক থেকে দূর্বল একটা হাদিসে এই কথাটি এসেছে। তবে হাদিসটি জাল নয়।

৯৫. প্রশ্ন: রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি?

উত্তর: অর্থ সহ কুরআন তেলাওয়াত করা।

৯৬. প্রশ্ন: রমজানে সহজ ও ছোট আমল কোনগুলো?

উত্তর: তাসবীহ তাহলীল করা । যেমন: সুবহানাল্লাহ, আলহামদুলি্ল্লাহ, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ , সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আজীম, দরুদ শরীফ ইত্যাদি পাঠ করা।

৯৭. প্রশ্ন: রমজানের রাতে কোন আমলটি বেশি উত্তম?

উত্তর: প্রশ্ন: রাতের কিছু সময় কিয়ামুল লাইল করা।

৯৮. প্রশ্ন: কোন ব্যক্তি যদি রমজানের মাসের রোজাকে  অস্বীকার করে তার হুকুম কি?

উত্তর: সর্ব সম্মতিক্রমে সে কাফির হয়ে যাবে।

৯৯. প্রশ্ন: কোন ব্যক্তি যদি অলসতার কারনে অথবা ইচ্ছাকৃত পুরো রমজান রোজা না রাখে তার হুকুম কি?

উত্তর: তাহলে ‍কবিরা গুনাহ হবে এবং তাকে তাওবা করতে হবে।

১০০. প্রশ্ন: কোন ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় অথবা ভুলে স্ত্রী সহবাস করে তার রোজার বিধান কি?

উত্তর: তার রোজা সঠিক হবে এবং তার উপর কাযা ‍ও কাফফারা ওয়াজিব হবে না। ( ইমাম আবু হানিফা, শাফেয়ী, ইবনে তাইমিয়া)

লেখক, হাফেজ, মাও: নুরুল হুদা

কুরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

খতিব, বায়তুল গফুর জামে মসজিদ, মাদামবিবির হাট, চট্টগ্রাম।

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Verified by MonsterInsights