সত্য ও সুন্দরের প্রতি আহ্বান

প্রশ্নোত্তর: বাধ্য হয়ে ঘুষ দেয়া কি অপরাধ

সম্মানিত দর্শক, اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاتُــــــــــهُ আলোচক : প্রফেসর মোখতার আহমাদ

বর্তমান সময়ে চাকুরি প্রার্থীদের জন্য খুবই ভয়াবহ একটি বিষয় হচ্ছে ঘুষ দিয়ে চাকুরি পাওয়া। প্রতিনিত যা একটি ব্যাধী হয়ে উঠছে আমদের সমাজে। এমন একটি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে টাকা না দিলে চাকুরি হবে না।

আমাদের সমাজে ঘুষ এখন নিত্তনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারী বা বেসরকারী অথবা অন্য কোনো কাজের জন্য ঘুষ দেয়া হয়। কিন্তু অনেক অফিসে বা কাজ করতে গিয়ে দেখা যায় আশে পাশে সবাই ঘুষের সাথে সম্পৃক্ত। কিন্তু অনেকেই চায় ঘুষ নেওয়া বিরত থাকতে। তাহলে বাধ্য হয়ে ঘুষ নেয়া কি অপরাধ হবে?

চলুন জেনে নেই যদি কেউ ঘুষ নিতে না চায় কিন্তু আশে পাশে সবার আক্রোশ থেকে বাঁচতে বা বাধ্য হয়ে ঘুষ নেয়া কি অপরাধ হবে?

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Verified by MonsterInsights