সত্য ও সুন্দরের প্রতি আহ্বান

সালাতে আমরা যা পড়ি

অর্থ সহ সালাতের যিকির

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনদার নামাজী ভাই ও বোনেরা! আমরা যখন নামাজে দাঁড়াই তখন নানা কারণে আমাদের মন নামাজ থেকে ছুটে যায়। আমরা বার বার নামাজে মনকে ফিরিয়ে আনতে চেষ্টা করেও ব্যর্থ হই। এর অন্যতম কারণ হলো আমরা নামাজে যে সব তাসবীহ তাহলীল পড়ি সেসবগুলো আমাদের ঠোটস্থ। যার দরুণ আমরা নামাজে যখন এই তাসবীহগুলো পড়ি তা মনযোগ ছা্ড়াই অবচেতন মনে এসব তাসবীহ পড়ি। আর যদি এসব তাসবীহগুলো অবলীলায় আমাদের মুখ নিয়ে না আসতো তবে আমরা তা মনযোগ দিয়ে পড়তাম এবং নামাজে খুশু-খুজু থাকতো। তাই নামাজে খুশু-খুজু ফিরিয়ে আনতে প্রয়োজন নামাজে পঠিত তাসবীহ-তাহলীলগুলো অর্থ জানা। তাই উচ্ছারণ সহ সালাতে পঠিত তাসবীহ সমূহের অর্থসহ উপস্থাপন করলাম।

# তাকবিরে তাহরিমা :

আরবী উচ্চারণ:    اللّٰهُ اَكٛبَرٛ
বাংলা উচ্চারণ: আল্লাহু আকবার।

অর্থ: আল্লাহ তায়ালা মহান।
# সানা :

আরবী উচ্চারণ:  :   سُبْحَانَكَ اللّٰهُمِّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالٰى جَدُّكَ وَلَا إِلٰهِ غَيْرُكَ
বাংলা উচ্চরণ:  সুবহানাকা আল্লাহুম্মা, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাস্’মুকা, ওয়া তায়া’লা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গাইরুকা।.

অর্থ : হে আল্লাহ ! তুমি পাক্, তোমারই জন্য সমস্ত প্রশংসা, তোমার নাম পবিত্র এবং বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ, তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই ।

রাসূল স: সানা হিসেবে এই দু’আও পড়তেন:

আরবী উচ্চারণ:

اَللّٰهُمّٰ بَاعِدْ بِيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اَللّٰهُمَّ نَقِّنِيْ مِنْ خَطَايَايَ كَمَا يُنَقِّى الثَّوْبُ الأبْيَضُ مِنَ الدَّنَسِ، اَللّٰهُمَّ اَغْسِلْنِيْ مِنْ خَطَايَايَ بِالثَّلٛجِ وَالْمَاءِ وَالْبَرْدِ

বাংলা উচ্চারণ:

আল্লা-হুম্মা বা-’ইদ বাইনী ওয়া বাইনা খাতা-ইয়া-য়া, কামা- বা-’আদ্তা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিবি, আল্লা-হুম্মা নাক্কিনী- মিন খাতা-ইয়া-য়া কামা-ইউনাক্কাছ্ ছাওবুল আবইয়াদু মিনাদ্দানাসি, আল্লা-হুম্মাগসিলনী- মিন খাতা-ইয়া-য়া বিছ্ছালজি ওয়া-বিল-মা য়ি,ওয়াল বারদি ।
অর্থঃ  হে আল্লাহ্! তুমি আমাকে আমার পাপগুলো থেকে এত দূরে রাখ যেমন পূর্ব ও পশ্চিম পরস্পরকে পরস্পর থেকে দূরে রেখেছ। হে আল্লাহ্! তুমি আমাকে আমার পাপ হতে এমন ভাবে পরিষ্কার করে দাও,যেমন সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করা হয়। হে আল্লাহ্! তুমি আমাকে আমার পাপ হতে (পবিত্র করার জন্য) পানি,বরফ ও শিশির দ্বারা ধুয়ে পরিষ্কার করে দাও।

# তাআউয : (আউযুবিল্লাহ)

আরবী উচ্চারণ:

أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ
বাংলা উচ্চারণ: আউযু বিল্লাহি মিনাশ্ শাইত্বোনির রাজীম।

অর্থঃ বিতাড়িত শয়তান হইতে,আল্লাহ তা’য়ালার আশ্রয় প্রার্থনা করিতেছি ।

# তাসমিয়াহ্ ( বিসমিল্লাহ)

আরবী উচ্চারণ: بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
বাংলা উচ্চারণ: বিসমিল্লাহির রহমানির রহীম।

অর্থঃ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময়,অসীম দয়ালু

# সুরা ফাতিহা ও তার অর্থ:
১) بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।
২) الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ

যাবতীয় প্রশংশা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
৩) الرَّحْمـنِ الرَّحِيمِ

যিনি নিতান্ত্ মেহেরবান ও দয়ালু।
৪) مَـالِكِ يَوْمِ الدِّينِ

যিনি বিচার দিনের মালিক।
৫) إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ

আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি ।
৬) اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ

আমাদের সরল পথ দেখাও।
৭) صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ

 তাদের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে ।

# রুকুর তাসবীহ্:

আরবী উচ্চারণ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْم
বাংলা উচ্চারণ: সুবহানা রব্বিয়াল আযীম ।

অর্থঃ  আমার মহান প্রভু পবিত্র।

# রুকু হইতে উঠিবার তাসবিহ্

আরবী উচ্চারণ :   سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَه
বাংলা উচ্চারণ:  সামিআল্লাহু লিমান হামিদাহ।

অর্থঃ  যে আল্লাহর প্রশংশা করে, আল্লাহ তা শোনেন।

# রুকু হইতে উঠে সোজা হয়ে দাড়িয়ে পড়ার তাসবিহ্

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
বাংলা উচ্চারণ: রব্বানা লাকাল হাম্’দ।

অর্থঃ  হে আমাদের রব ! তোমার জন্যই সকল প্রশংসা।

এর সাথেঃ    حمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ
বাংলা উচ্চারণ: হামদান কাছী-রান  তাইয়্যেবান মুবা-রাকান ফি-হি।

অর্থঃ তোমার প্রশংসা অসংখ্য,উত্তম ও বরকতময় ।

# সিজদার তাসবিহ্
আরবী উচ্চারন:  سُبْحَانَ رَبِّيَ الْأَعْلٰى

বাংলা  উচ্চারন:  সুবহানা রব্বিয়াল আ’লা ।

অর্থ: আমার সর্বোচ্চ প্রতিপালকের (আল্লাহর) পবিত্রতা ঘোষণা করছি।

# সিজদা থেকে উঠে বসে তাসবিহ্

দুই সিজদার মাঝের দু’আ:

আরবী উচ্চারন:
رَبِّغْفِرْلِيْ ، رَبِّغْفِرْلِيْ، رَبِّغْفِرْلِيْ

বাংলা  উচ্চারন:  রব্বিগফিরলী-, রব্বিগফিরলী -, রব্বিগফিরলী ।

অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন।

তাছাড়া এই দু’আ টিও পড়তেন-

আরবী উচ্চারন:

اللَّهُمَّ اغْفِرْ لِيٌ، وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ، وَاجْبُرْنِيْ، وَعَافِنِيْ، وَارْزُقْنِيْ،

বাংলা  উচ্চারন:  আল্লাহুম্মাগফিরলী-, ওয়ারহামনী-, ওয়াহদিনী-, ওয়াজবুরনী-, ওআ’ফিনী, ওয়ারযুকনী-,  ওয়ার ফা’-নী ।

অর্থ: হে আল্লাহ্! আমাকে ক্ষমা কর, আমাকে রহম কর, আমাকে হেদায়াত দান কর, আমাকে সুস্থ্যতা দান কর, আমাকে রিযিক দান কর এবং আমার ক্ষয়ক্ষতি পূরণ কর।
অথবা শুধু এইটুকুঃ

اللَّهُمَّ اغْفِرْ لِيٌ، وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ، وَارْزُقْنِيْ

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মাগফিরলী-,ওয়ারহামনী-,ওয়াহদিনী-, ওয়ারযুকনী।

অর্থঃ হে আল্লাহ্! আমাকে ক্ষমা কর, আমাকে রহম কর, আমাকে হেদায়াত দান কর, আমাকে রিযিক দান কর।

# তাশাহুদ: ( আত্তাহিয়্যাতু)

আরবী ও বাংলা উচ্চারণ এবং অর্থ:

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ

উচ্চারণআত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াচ্ছালাওয়াতু ওয়াতত্বয়্যিবাতু,

অর্থ: সমস্ত তা’যীম, সমস্ত ভক্তি, নামায, সমস্ত পবিত্র ইবাদত বন্দেগী আল্লাহর জন্য ,আল্লাহর উদ্দেশ্য

 السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

উচ্চারণ: আস্’সালামু আ’লাইকা আইয়্যুহান্নাবিয়্যু ওয়া রহ্’মাতুল্লাহি ওয়া বারাকাতুহু ,

অর্থ:  হে নবী! আপনাকে সালাম এবং আপনার উপর আল্লাহর অসীম রহমত ও বরকত,

السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ،

উচ্চারণ:  আস্’সালামু আ’লাইনা ওয়া আলা ই’বা-দিল্লাহিছ্ ছ্বালিহীন,

অর্থ: আমাদের জন্য এবং আল্লাহর নেক বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ন হোক,

 أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

 অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নাই এবং মোহাম্মদ (স) আল্লাহর বান্দাহ ও রাসূল।

# দরুদ শরীফ:  

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

উচ্চারণ:

আল্লাহুম্মা ছাল্লি আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন

অর্থ: হে আল্লাহ্! হযরত মোহাম্মদ (দঃ) এবং মোহাম্মদ (দঃ)-এর আওলাদগনের উপর তোমার খাস রহমত নাযিল কর,

كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ

উচ্চারণ: কামা সাল্লাইতা আ’লা ইব্রাহীমা ওয়া আ’লা আলি ইব্রাহীমা

অর্থ: যেমন ইবরাহীম (আঃ) এবং ইবরাহীম (আঃ)-এর আওলাদগনের তোমার উপর খাস্ রহমত নাযিল করেছ,

إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ 
উচ্চারণ: ইন্নাকা হামীদুম্ মাজীদ।

অর্থ: নিশ্চয়ই তুমি প্রসংশার যোগ্য এবং সর্বোচ্চ্ সম্মানের অধিকারী]।

اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন

অর্থ : হে আল্লাহ্! হযরত মোহাম্মদ (দঃ) এবং মোহাম্মদ (দঃ)-এর আওলাদগনের উপর তোমার খাস বরকত নাযিল কর,

كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ

উচ্চারণ: কামা বারাক্’তা আ’লা ইব্রাহীমা ওয়া আ’লা আলি ইব্রাহীমা

অর্থ: যেমন ইবরাহীম (আঃ) এবং ইবরাহীম (আঃ)-এর আওলাদগনের তোমার উপর খাস্ বরকত নাযিল করেছ,

 إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
উচ্চারণ: ইন্নাকা হামীদুম্ মাজীদ

অর্থ: নিশ্চয়ই তুমি প্রসংশার যোগ্য এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী

# দোয়া মাছুরাঃ 

اَللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْماً كَثِيراً ،

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাছ্বীরাও

অর্থঃ হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক বেশী যুলুম করেছি,

 وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ.

উচ্চারণ: ওয়ালা ইয়াগফিরুদ্বুনুবা ইল্লা আনতা

অর্থ: আর তুমি ছাড়া আমার গুনাসমুহ আর কেহই মাফ করতে পারে না;

 فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي،

উচ্চারণ: ফাগফিরলী মাগফিরাতাম্ মিন ইনদিকা ওয়ারহামনী,

অর্থ:  সুতরাং তুমি তোমার নিজ গুনে আমাকে মার্জনা করে দাও এবং আমার প্রতি রহম কর।

 إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
ইন্নাকা আন্তাল গাফুরুর রাহীম

তুমিতো মার্জনাকারী ও দয়ালু।

 লেখক,

হাফেজ, মাও: নুরুল হুদা

কুরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

খতিব, বায়তুল গফুর জামে মসজিদ, মাদামবিবির হাট, চট্টগ্রাম।

Comments are closed, but trackbacks and pingbacks are open.