সত্য ও সুন্দরের প্রতি আহ্বান

ইসলাম প্রচারে দায়ীদেরকে খুলুসিয়াতের সাথে কাজ করতে হবে-

আল্লামা কামালুদ্দিন জাফরী, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিআইইউ

বাংলাদেশ দাওয়াহ সার্কেলের উদ্যোগে বিশিষ্ট আলেম ও দায়ীদের সাথে মতবিনিময় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কিউ এম আব্দুস সুবহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান আল্লামা সাইয়্যেদ কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরী। তিনি বলেন ইসলাম প্রচারে দায়ীদেরকে খুলুসিয়াতের সাথে কাজ করতে হবে।

ভিডিও দেখুনঃ 

স্বাগত বক্তব্য পেশ করেন বাংলাদেশ দাওয়া সার্কেলের আহবায়ক শাহ মুহাম্মদ মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী তা‘মিরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি ড. মুহাম্মদ আবু ইউসুফ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী,

বাংলাদেশ কুরআন সুন্নাহ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মাওলানা ফখরুদ্দীন আহমদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নাসিরুদ্দীন হেলালী, তা‘মিরুল মিল্লাত কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার আল-মাক্কী, বাংলাদেশ মাদরাসা ছাত্র আন্দোলন পরিষদের সাবেক আহবায়ক ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুস সবুর মাতুব্বর, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখার আরবি প্রভাষক মাওলানা আব্দুল কাইয়ুম, বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাদিকুর রহমান আযহারী, বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিক আদ-দায়ী, সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম কাসেমী।

অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মুস্তাফিজুর রহমান, মুফতী মাওলানা গোলাম কবির চৌধুরী আল আযহারী, মাওলানা আবুল হাশেম মোল্লা, মাওলানা আনোয়ার হোসেন মাদানী প্রমুখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Verified by MonsterInsights